রোববার (১৯ মার্চ) বিকেলে খেলা শেষ হওয়ার পরপরই শিশির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন। এতে তিনি বলেছেন, পুরো জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত।
সাকিব আল হাসান পুরো টেস্ট সিরিজে (দুই ম্যাচে) করেছেন ১৬২ রান আর নিয়েছেন ৯ উইকেট। পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
শততম ম্যাচে প্রথম ইনিংসে করেছেন ১১৬ রান আর নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি খেলেন ১৫ রানের নক।
এর আগে সাকিব ম্যাচের যেদিন শতক হাঁকান (ক্যারিয়ারের পঞ্চম) এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে উম্মে আহমেদ শিশির বলেছিলেন, আরেকটি অপরাধ করলে! প্লিজ এই ১০০ রান বাসায় নিয়ে এসো যাতে সেগুলো দিয়ে তরকারি রান্না করে খেতে পারি। তুমি তো নিজের জন্য খেলো! নিশ্চয়ই তুমি ভালো কিছু করোনি।
***অভিনন্দন বার্তার বন্যায় টাইগাররা
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আইএ