ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে লিড নিচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
ভারতের বিপক্ষে লিড নিচ্ছে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

রাঁচিতে অনুষ্ঠিত চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিন ব্যাট করছে সফরকারী অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে খুব একটা স্বস্তিতে না থাকলেও লিড নিচ্ছে অজিরা। শেষ দিনের দুই সেশনে মাত্র দুটি উইকেট পেয়েছে ভারত।

এ রিপোর্ট লেখা অবধি ৬৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে অজিরা। দ্বিতীয় সেশন শেষ, ৩ রানে পিছিয়ে ছিল অজিরা।

শেষ সেশনের জন্য ব্যাটিংয়ে নামবেন ৩৮ রানে অপরাজিত শন মার্শ এবং ৪৪ রানে অপরাজিত পিটার হ্যান্ডসকম্ব। জুটি গড়ে ৮৬ রান যোগ করেছেন তারা।

প্রথম ইনিংসে অজিরা ৪৫১ রান তোলে। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ভারত ৬০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ৯ উইকেট হারিয়ে এই স্কোর গড়ে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। চতুর্থ দিন শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ২৩ রান তুলতে দুই উইকেট হারায় অজিরা।

দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ১৪ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা নাইটওয়াচম্যান নাথান লিওন ২ রানে ফেরেন। দুইজনকেই ফেরান জাদেজা। শেষ দিন ব্যাটিংয়ে নেমে ওপেনার ম্যাট রেনশ ১৫ রানে সাজঘরে ফেরেন। দলপতি স্মিথ ২১ রানে বিদায় নেন।

অজিদের হয়ে প্রথম ইনিংসে ১৭৮ রানে অপরাজিত থাকেন স্টিভেন স্মিথ। ১০৪ রান করেন ম্যাক্সওয়েল। ভারতের হয়ে ৫টি উইকেট তুলে নেন স্পিনার রবীন্দ্র জাদেজা। উমেস যাদব তিনটি উইকেট দখল করেন। একটি উইকেট লাভ করেন অশ্বিন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাল্টা জবাব দেয় ভারত। ওপেনার লোকেশ রাহুল ৬৭, মুরালি বিজয় ৮২ রানে বিদায় নেন। ২০২ রানের দারুণ এক ইনিংস খেলেন চেতশ্বর পূজারা। ১১৭ রানের ইনিংস খেলেন রিদ্ধিমান শাহা। ৫৪ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। অজিদের হয়ে চারটি উইকেট নেন প্যাট কামিন্স। তিনটি উইকেট দখল করেন স্টিভ ও’কিফ।

পুনেতে প্রথম টেস্ট জিতে ১-০তে লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। পরে বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। চার ম্যাচ সিরিজটি ১-১ সমতায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।