ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগার যুবাদের নেতৃত্ব দেবেন মুমিনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
টাইগার যুবাদের নেতৃত্ব দেবেন মুমিনুল মুমিনুল হক/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মুমিনুল হককে অধিনায়ক ও নাসির হোসেনকে ডেপুটি করে ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মঙ্গলবার (২১ মার্চ) এই দল ঘোষণা করা হয়। এই ইভেন্টটি অনূর্ধ্ব-২৩ দলের হলেও এশিয়ার টেস্ট খেলুড়ে চারটি দেশ নিজ নিজ দলে জাতীয় দলের চারজন প্লেয়ার খেলাতে পারবে।

উল্লেখ্য, এশিয়ার  আট দেশের অ-২৩ দল নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। ২৭ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনেই নিজ নিজ ম্যাচে মাঠে নামবে অংশগ্রহণকারী দলগুলো।

প্রথম দিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়ামের একাডেমি মাঠে। এখানকার দুটি ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে।

আগামী ৩ এপ্রিল দুপুর ২টায় দিবারাত্রির ফাইনাল ম্যাচটি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মো: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মো: মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।