ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নির্ধারণী টেস্টে শামিকে দলে চান কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
সিরিজ নির্ধারণী টেস্টে শামিকে দলে চান কোহলি বিরাট কোহলি ও মোহাম্মদ শামি/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টে ভারতীয় দলে আসছে পরিবর্তন। ফিটনেস ফিরে পাওয়া পেসার মোহাম্মদ শামিকে স্কোয়াডে যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

সোমবার (২০ মার্চ) অনুষ্ঠিত ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’র ফাইনালে চমৎকার বোলিং প্রদর্শন করেন শামি। চারটি উইকেট নেন।

যদিও তামিল নাড়ুর কাছে ৩৭ রানে হেরে গেছে তার দল বেঙ্গল ক্রিকেট টিম।

শামিকে নিয়ে কোহলির ভাষ্য, ‘আমরা তাকে (শামি) খেলতে পাঠিয়েছিলাম, তাকে ম্যাচ প্র্যাকটিসে রাখতে চেয়েছিলাম। নির্বাচকদের সঙ্গে আমার এখনো কথা হয়নি। কিন্তু, পরবর্তী টেস্টের জন্য সব রকম সম্ভাবনা রয়েছে। ’

তিন ম্যাচ শেষে ১-১ সমতায় ভারত ও অস্ট্রেলিয়া। পুনে টেস্টে ভরাডুবির পর বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। সবশেষ রাঁচি টেস্ট ড্রয়ে নিষ্পত্তি হয়। ধর্মশালায় আগামী শনিবার (২৫ মার্চ) চতুর্থ টেস্টে মুখোমুখি হবে দু’দল।

ভারতের জার্সিতে এখন পর্যন্ত ২২ টেস্টে ৭৬টি উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী শামি। সাদা পোশাকে তাকে সবশেষ দেখা গেছে গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্টে। ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এ ডানহাতি।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।