ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হ্যামিল্টনে বোল্ট-ডি ককের খেলা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
হ্যামিল্টনে বোল্ট-ডি ককের খেলা অনিশ্চিত কুইন্টন ডি কক ও ট্রেন্ট বোল্ট/ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের আঙ্গুলে স্ক্যান করানো হয়েছে। ওয়েলিংটন টেস্টে (১৬-১৮ মার্চ) ফিল্ডিংয়ের সময় ইনজুরি আক্রান্ত হন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে তার খেলা অনিশ্চয়তায়।

হ্যামিল্টন টেস্টের (২৫ মার্চ শুরু) স্কোয়াডে কোনো পরিবর্তন আনার আগে ডি ককের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করবে প্রোটিয়ারা। বুধবার (২২ মার্চ) দলের ট্রেনিংয়ে শুরুতে উপস্থিত না থাকলেও পরে যোগ দেন তিনি।

প্রোটিয়া স্কোয়াডে বিকল্প উইকেটরক্ষক রয়েছে। ২৫ বছর বয়সী হাইনরিখ ক্লাসেনের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।

সিরিজ বাঁচানোর তৃতীয় টেস্ট সামনে রেখে স্বাগতিক নিউজিল্যান্ড শিবিরেও ইনজুরি উদ্বেগ। পায়ের ইনজুরি কাটিয়ে উঠতে লড়াই করছেন পেস সেনসেশন ট্রেন্ট বোল্ট। গত দুইদিন তিনি হালকা বোলিং অনুশীলন করেছেন। কিন্তু, কিউই উইকেটরক্ষক বিজে ওয়াটলিং বলেছেন ওয়েলিংটন টেস্ট মিস করা বোল্ট এখনো শতভাগ ফিট নন।

তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে দ. আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ডানেডিন টেস্ট (৮-১২ মার্চ) ড্রয়ের পর আট উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মাত্র তিন দিনেই শেষ হয় ওয়েলিংটন টেস্ট। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের সামনে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।