ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানদের হারিয়ে সিরিজ সমতায় আইরিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আফগানদের হারিয়ে সিরিজ সমতায় আইরিশরা কেভিন ও’ব্রাইন-ছবি:সংগৃহীত

আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় ফিরলো আয়ারল্যান্ড। আফগানদের দেওয়া ২২১ রানের জবাবে সাত উইকেট হারিয়ে ও ১৯ বল বাকি থাকতে জয় পায় উইলিয়াম পোর্টারফিল্ডের দল।

গ্রেটার নদিয়ায় জয়ের লক্ষ্যে খেলতে নেমে কেভিন ও’ব্রাইনের অপরাজিত ৭২ রানে ভর করে জয় তুলে নেয় আইরিশরা। গ্রে উইলসন করেন ৪১ রান।

মোহাম্মদ নবী নেন চারটি উইকেট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২২০ রান করে সবকটি উইকেট হারায় আফগান। আইরিশ বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। কিন্তু নবীর ৪১ ও টেলএন্ডার হিসেবে নামা শফিকুল্লা ৪২ এবং দাওলাত জাদরান ৪১ করলে ভালো সংগ্রহ পায়।

ও’ব্রাইন নেন চারটি উইকেট। ব্যাটে-বলে দুর্দান্ত খেলায় ম্যাচ সেরাও হন এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।