এখন চলছে তার ইনজুরি পরবর্তী পুনর্বাসন। আর এই পুনর্বাসন শেষে অনুশীলনে ফিরতে লিটনের ছয় সপ্তাহ সময় লাগবে।
লিটনের ইনজুরির বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ‘লিটনের বুকের পাঁজরে রিভ ট্রমা ছিল, রিভ একটা ফ্র্যাকচারও ছিল। সৌভাগ্যক্রমে ফ্র্যাকচারটির স্থানচ্যুতি ঘটেনি। এ ধরনের ইনজুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় নেয়। ’
দেবাশীষ যোগ করেন, ‘যেহেতু এটি একটি রিভ ট্রমা সেহেতু সব সময়ই বুকের একটি নড়াচড়া থেকে যাচ্ছে। এজন্য আমরা ধারণা করছি তার সেরে উঠতে একটু বেশিই সময় লাগবে। কারণ উইকেট কিপার হওয়ায় ওকে নড়াচড়াটা বেশিই করতে হয়। ছয় সপ্তাহ লাগবে অনুশীলনে আসতে। ’
এদিকে ইনজুরি পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াটি লিটন বেশ ভালোভাবেই সারতে সক্ষম হয়েছেন বলেও জানালেন এই বিসিবি চিকিৎসক।
‘গতকাল পর্যন্ত লিটনের যে অগ্রগতি তাতে স্বাভাবিক চলাচলে তার কোনো ব্যথা নেই। আমরা তাকে আরও এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে বলেছি। ’ যোগ করেন দেবাশীষ।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি