ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দলের জয় রাব্বির সব কষ্ট ভুলিয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
দলের জয় রাব্বির সব কষ্ট ভুলিয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টে ১৫ সদস্যের দলে থেকেও কোনোটিতেই বল হাতে নামা হয়নি কামরুল ইসলাম রাব্বির। বিষয়টি নিয়ে তিনি প্রথমদিকে কিছুটা মনকষ্টে থাকলেও লঙ্কানদের বিপক্ষে দলের ঐতিহাসিক জয় তার সেই কষ্ট ভুলিয়ে দিয়েছে বলে জানালেন টাইগার পেসার রাব্বি।

শনিবার (২৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে তিনি একথা জানান।  

রাব্বি জানান, ‘ম্যাচ না খেললে অবশ্যই খারাপ লাগে কিন্তু দল ভালো খেললে বা জিতলে সব কষ্ট ভুলে যাই।

অনেক সময় মনে হয়, আমি যদি দলে থাকতাম এবং এই বোলিংটা করতাম তাহলে হয়তো উইকেট পড়তো। কিন্তু দল যখন ভালো খেলে এবং ম্যাচ জেতে তখন ব্যাপারটি চলে আসে যে এই দলটিই সেরা, এই দলটি সবচেয়ে ভালো। ’

টাইগার একাদশে রাব্বি দলের হয়ে না খেললেও ছিলেন দলের সাথেই। কোর্টনি ওয়ালশ ও হাথুরুসিংহের মতো কোচ ও আন্তর্জাতিকমানের একটি পরিবেশে লম্বা সময় থাকতে পেরে ক্যারিয়ারের জন্য ভালো কিছুই হয়েছে বললেন তিনি।        

রাব্বি যোগ করেন, ‘দলের সাথে থাকা, আন্তর্জাতিক প্লেয়ারদের সাথে থাকা, আন্তর্জাতিক মানের কোচ; কোর্টনি ওয়ালশ ও হাথুরসিংহে; এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এইগুলি ভবিষ্যতে অনেক কাজে দেবে। আর আন্তর্জাতিক ম্যাচে থাকলে ঘরোয়া ক্রিকেটও অনেক সহজ হয়ে যায়। ’

এ সময় গণমাধ্যমকর্মীরা তার কাছে শততম টেস্ট জয়ের কারণ এবং অনাগত দিনগুলোতে এর ইতিবাচক প্রভাব জানতে চাইলে রাব্বি জানান, ‘শততম টেস্ট ম্যাচ আমাদের জন্য একটি স্মরণীয় জয়। আমরা সবাই পারফর্ম করেছি, তাই আমাদের সামনে এগিয়ে যেতে সহজ হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আমরা অনেক আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, সিরিজ জয় সহজ হবে। ’

রাব্বি আরও যোগ করেন, ‘আমরা যখন শ্রীলঙ্কা গিয়েছি তখনই আমাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল যে ওদের সাথে আমরা ভালো পারফর্ম করবো, ম্যাচ জিতবো এবং খুব ভালোভাবেই জিতে আসবো। আমাদের প্রথম ম্যাচে সেটা হয়নি, কিন্তু দ্বিতীয় টেস্টের আগে আমাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমরা ম্যাচ জিতবো। সেটাই হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।