আর চলতি ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল হিসেবে যদি নিজেদের ৯০ ভাগও দিতে পারে তাহলে সিরিজ জয় সম্ভব বলেও মত তার।
মূলত শততম টেস্টে লঙ্কানদের হারানোর পরই নাকি সফরকারীরা এমন আত্মবিশ্বাস পাচ্ছে বলে মনে করেন রাব্বি।
শনিবার (২৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে দল সম্পর্কে এমন মতামত দেন রাব্বি।
গণামাধ্যমের সামনে এ সময় রাব্বি নিজের প্রত্যাশার কথা জানান এই মৌসুমের প্রিমিয়ার লিগ নিয়েও। ২০১৫-১৬ মৌসুমে ৩১ উইকেট নিয়ে দেশি বোলারদের মধ্যে শীর্ষে থাকা এ বোলার এবারও চাইছেন বল হাতে দুর্দান্ত কিছুই করতে।
তিনি যোগ করেন, ‘ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মূল লক্ষ্যই থাকবে পারফর্ম করা। গত মৌসুমে আমি সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছি। ভালো পারফর্ম করেছি। গত বছর এখানে পারফর্ম করেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জায়গা পেয়েছি। আশা করি এবারও ভালো কিছু করবো। ’
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি