ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হংকং দিয়ে যাত্রা শুরু শিরোপা প্রত্যাশী বাংলাদেশের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
হংকং দিয়ে যাত্রা শুরু শিরোপা প্রত্যাশী বাংলাদেশের মুমিনুল হক-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এশিয়ার আট ক্রিকেট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দলের অংশগ্রহনে সোমবার (২৭ মার্চ) থেকে দেশের চারটি ভেন্যুতে গড়াচ্ছে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। আর এই আসরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করছে শিরোপা প্রত্যাশী বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক ও তার দল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা’য়।

একই দিন একই সময় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দ্বিতীয় ভেন্যুতে ‘বি’ গ্রুপের অপর ম্যাচে নেপালকে মোকাবেলা করবে পাকিস্তান।

এদিন রয়েছে আরও দু’টি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একই দিন একই সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা

আর টুর্নামেন্টের চতুর্থ ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।