ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

'শ্রীলঙ্কাকে হোয়াটওয়াশ সম্ভব, তবে...'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
'শ্রীলঙ্কাকে হোয়াটওয়াশ সম্ভব, তবে...' মিনহাজুল আবেদিন নান্নু-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশের মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব ক্রিকেট দরবারে শক্তিমত্তার প্রমাণ দিয়েছে টাইগাররা। দিনের পর দিন বাংলাদেশ যে আরও বেশি পরিণত হচ্ছে গত ম্যাচ তার সবচেয়ে বড় বিজ্ঞাপন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে।

যেটাকে এনামুল হক মনি বলছেন, 'পারফেক্ট স্টার্ট। ওয়ানডেতে বরাবরই বাংলাদেশ ভাল করছে।

যে প্লান ছিল সেটা এক্সিকিউট করতে পেরেছি। তবে আরও ২০-২৫ রান বেশী করতে পারতাম। তামিম যখন খেলা শুরু করে প্রথমদিকে সে খুব আক্রমণাত্মক খেলতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে অভিজ্ঞ হয়েছে। দায়িত্ব নিয়ে খেলতে শিখেছে। ম্যাচিউর্ড খেলছে। '

ওয়ানডেতে বাংলাদেশ যে কোনো দলকে পরাজয়ের স্বাদ দিতে পারে তার প্রমাণ অনেকবার  দিয়েছে। বিগত কয়েকটি সিরিজ সে কথাই জানান দেয়। এই ওয়ানডে সিরিজও ফেবারিট হিসেবে শুরু করে হাথুরুসিংহের শিষ্যরা। হান্নান সরকারের চোখে এমনটাই অবতারণা, 'প্রথম থেকেই আমরা ফেভারিট হিসেবে ওয়ানডে সিরিজ শুরু করেছি। প্রথম ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। তামিমের কথা বলতে হয়। অসাধারণ খেলেছে সে। আরেকজনকে নিয়ে বলতে হবে। সাকিবকে নিয়ে আগে চিন্তা হতো। '

সাকিব নামার সঙ্গে সঙ্গে মনে সংশয় জাগতো, সাকিব দায়িত্ব নিয়ে খেলবে তো? তবে এই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর থেকে পরিবর্তনের ছোঁয়া তার মাঝে দেখা যায়। হান্নানের মতে, 'সে নিজেকে অনেকটাই পরিবর্তন করেছে। অনেক দায়িত্ব নিয়ে খেলছে। আরেকটি বিষয় মিরাজকে নিয়ে যাওয়া। সাকিবের মতো আরেকজন অলরাউন্ডার পাওয়া। অনেকগুলো অলরাউন্ডার খেলানোর কারণে আমরা অনেক বেশি ব্যালেন্সড ওদের চেয়ে। ’

শ্রীলঙ্কাকে এভাবে হারিয়ে ক্রিকেট বিশ্বে মাথা আরও উঁচু করেছে বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, 'বিদেশের মাটিতে শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে মাথা আরও উঁচু করেছে। একটা সিরিজ প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলে ভাল শুরু করে। প্লেয়াররা ভালো করছে। সিরিজ আমাদের হবে। '

আকরাম খান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কমসিরিজ মাশরাফি বাহিনীর হবে। তবে পরিকল্পনা মোতাবেক এগোতে হবে বলে মনে করছেন আকরাম খান, 'এটা প্রমাণ করে বাংলাদেশ অনেক ডেভলপ করেছে। শারীরিকভাবে বাংলাদেশ এগিয়ে। মেন্টালিও এগিয়ে গেছে। প্রথম হারের পর শ্রীলঙ্কা প্রচণ্ড চাপে আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ফরম্যাটই ভাল করেছে বাংলাদেশ। যদিও উইকেট ভালো ছিলনা। তবে, প্লানিং ওয়াজ গুড। আমরা ইংল্যান্ড সিরিজ থেকে নিউজিল্যান্ড সিরিজ ভালো করছি। যদিও ফলাফল অন্য কথা বলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় লিড নিয়েও হেরেছি। '

'স্টেপ বাই স্টেপ ভাল করতে হবে। তবে প্রথম চিন্তা হবে সেকেন্ড ম্যাচ। এটা জিতলে তৃতীয় ম্যাচ ও সিরিজ আমাদের হবে। '-যোগ করেন আকরাম।

অনেকের মতে এটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ফলপ্রসু ও সেরা স্কোয়াড। তারপরেও স্কোয়াডে কোন পরিবর্তন আনার প্রয়োজন আছে কি? হান্নান সরকারের মতে, 'আমাদের স্কোয়াড খুব বেশি পরিবর্তনের অপশন নেই। '

রবিবার (২৬ মার্চ) বিসিবির একাডেমি মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক খেলোয়াড়দের প্রীতি প্রদর্শনী ম্যাচের মধ্যে আড্ডার এক ফাঁকে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এই চার সাবেক তারকা ক্রিকেটার ছোট ছোট সাক্ষাৎকার দিয়েছেন। সে সময় তারা এসব কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।