ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শহীদ পরিবারের সন্তানদের দায়িত্ব নিলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
শহীদ পরিবারের সন্তানদের দায়িত্ব নিলেন গম্ভীর ছবি: সংগৃহীত

ভারতের ছত্রিশগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। তাদের পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলেন ভারতীয় তারকা ব্যাটসম্যান ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের দলপতি গৌতম গম্ভীর।

সেই হামলায় শহীদ ২৫ জন জওয়ানের সন্তানদের পড়াশোনার খরচের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন গম্ভীর।

কলকাতার দলপতির গড়ে তোলা ‘গম্ভীর ফাউন্ডেশন’ এর মাধ্যমে সব খরচ বহন করা হবে।

আর ইতোমধ্যেই গৌতম গম্ভীর তার ফাউন্ডেশনকে জরুরি পদক্ষেপও নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সুকমার মর্মান্তিক ঘটনায় কথা উল্লেখ করে গম্ভীর হিন্দুস্থান টাইমসের এক কলামে লিখেছেন, ‘বুধবার সকালে আমি সংবাদপত্র হাতে নিয়ে মর্মান্তিক ছবি দেখতে পাই। যেখানে একজন নিজের শহীদ বাবাকে স্যালুট করছিল, অন্য ছবিতে আত্মীয়রা নিহত জওয়ানের তরুণী মেয়েকে সান্তনা দিচ্ছিল। শহীদ পরিবারের এই সন্তানদের লেখা-পড়ার খরচ বহন করবে গৌতম গম্ভীর ফাউন্ডেশন। ’

শহীদ সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে গত বুধবার রাতে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ম্যাচে গম্ভীরের দল কলকাতার ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড লাগিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।