তবে এই লড়াই জমবে কিনা বলা মুশকিল। কারণ দুই টাইগারকে নিয়ে আছে না খেলানোর বিষয়টি।
মুখোমুখি প্রথম লড়াইয়ে গত ১৫ এপ্রিল মাঠে নেমেছিল এই দুই দল। জয়ের স্বাদ নিয়েছিল সাকিবরা। ১৭ রানের ব্যবধানে জিতেছিল সাকিবের কলকাতা। সে ম্যাচেও টাইগারদের মাঠে নামানো হয়নি।
রোববার (৩০ এপ্রিল) আইপিএলের ৩৭তম ম্যাচে সাকিবের কলকাতার মুখোমুখি হবে মোস্তাফিজের হায়দ্রাবাদ। একাদশে সুযোগ পেলে মোস্তাফিজের মুখোমখি হবেন সাকিব। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
মোস্তাফিজের নিজের প্রথম ম্যাচের পারফরম্যান্স সবাইকে রীতিমতো অবাকই করেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে (১২ এপ্রিল) তার বোলিং ছিল খরুচে। ২.৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে একটি উইকেটও পাননি। প্রথম ওভারেই দেন ১৯! মুম্বাইয়ের কাছে ৪ উইকেটে হেরে যায় সানরাইজার্সরা।
গত মৌসুমে ৩ বার মুখোমুখি হয়েছিল সাকিব-মোস্তাফিজদের দল। যেখানে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয় পেয়েছিল সাকিবরা। তবে, প্রথম এলিমিনেটরে সাকিবদের হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় মোস্তাফিজের হায়দ্রাবাদ।
দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস আর গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলিভেন পাঞ্জাব। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে দিনের প্রথম ম্যাচটি।
৯ ম্যাচ শেষে সাকিবের কলকাতা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। দুটি ম্যাচে হারা কলকাতা বাকি ৭টি ম্যাচেই জয় তুলে নিয়েছে। শাহরুখ খানের দলটির অর্জন সর্বোচ্চ ১৪ পয়েন্ট। এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। মোস্তাফিজদের দলটি ৯ ম্যাচ খেলে ৫টি জয় আর তিনটি পরাজয়ে অর্জন করেছে ১১ পয়েন্ট। বেঙ্গালুরুর বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সেখান থেকে পেয়েছে ১ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৭
এমআরপি