ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঞ্জাবের বিপক্ষে ৬৭ রানেই অলআউট দিল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
পাঞ্জাবের বিপক্ষে ৬৭ রানেই অলআউট দিল্লি ছবি: সংগৃহীত

আইপিএলের ৩৬তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৬৭ রানেই গুটিয়ে গেছে জহির খানের অনুপস্থিতিতে থাকা দিল্লি ডেয়ারডেভিলস। সন্দীপ শর্মার দুর্দান্ত বোলিংয়ে দিল্লির ব্যাটিংয়ে এমন ধ্বস নামে।

রোববার (৩০ এপ্রিল) মোহলিতে করুন নায়ারের নেতৃত্বে ব্যাটিংয়ে নামে দিল্লি। ১৭.১ ওভার পর্যন্ত টিকে থাকতে পেরেছে দিল্লির ব্যাটসম্যানরা।

ওপেনার সঞ্জু স্যামসন ৫ ও আরেক ওপেনার স্যাম বিলিংস ০ রানে বিদায় নেন। ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন কোরি অ্যান্ডারসন। ১১ রান আসে দলপতি করুন নায়ারের ব্যাট থেকে। আরও ১১ রান করেন কেগিসো রাবাদা। শ্রেয়ার্স ইয়ার, রিশব পান্থ, ক্রিস মরিস, অমিত মিশ্র, মোহাম্মদ সামি আর নাদিম দুই অঙ্কের দেখা পাননি।

দিল্লির বোলার সন্দীপ শর্মা ৪ ওভারে ২০ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে দুটি উইকেট নেন আকসার প্যাটেল। ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে আরও দুটি উইকেট তুলে নেন বরুন অ্যারন। একটি উইকেট নেন ১.১ ওভার বল করে ৩ রান দেওয়া মোহিত শর্মা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।