ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বুধবার দেশে ফিরছেন মোস্তাফিজ

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ২, ২০১৭
বুধবার দেশে ফিরছেন মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ডে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে বুধবার (৩ মে) সন্ধ্যায় দেশে ফিরছেন মোস্তাফিজুর রহমান। পরদিন ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশের পেস সেনসেশন। একই ফ্লাইটে তার সঙ্গী হতে পারেন সাকিব আল হাসান।

মোস্তাফিজের সঙ্গে আইপিএল খেলতে ভারতে অবস্থানরত সাকিব দেশে ফিরবেন বৃহস্পতিবার (৪ মে) সকালে। দু’জনের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন... বোনের বিয়ে, ফিরছেন সাকিব

আইপিএলের এবারের আসরে অভিজ্ঞতাটা একেবারেই সুখকর হয়নি সাকিব ও মোস্তাফিজের। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ।

একই পথের পথিক সাকিবও! সাকিবের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ইতোমধ্যে ১০টি ম্যাচ খেললেও ৯টিতেই একাদশের বাইরে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে, স্ত্রীর অসুস্থতার জন্য ইংল্যান্ডে চলতি ক্যাম্প থেকে ছুটি নিয়ে দেশে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। সব কিছু ঠিক থাকলে আগামী ৫ মে ইংল্যান্ডের বিমানে চাপবেন টাইগার ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২ মে, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।