তিন সপ্তাহের বেশি সময় ধরে মাঠের বাইরে লিন। গত ৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে বাম কাঁধে চোট পান তিনি।
লিনকে ছাড়াই আটটি ম্যাচ খেলে ফেলেছে গৌতম গম্ভারের দল। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফের পথে কেকেআর। লিন দলে ফিরলে ব্যাটিং শক্তি বেড়ে যাবে বহুগুণ! দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৫।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই গুজরাট লায়ন্সের বিপক্ষে ১০ উইকেটের উড়ন্ত জয় পায় কলকাতা। ৬টি চার ও ৮ ছক্কায় মাত্র ৪১ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন লিন। কোনো উইকেট না হারিয়েই ৩১ বল হাতে রেখে ১৮৪ রানের টার্গেট টপকে যায় দু’বারের চ্যাম্পিয়নরা।
প্লে-অফ পর্বের আগেই ফেরার ব্যাপারে আশাবাদী ২৭ বছর বয়সী লিন। কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচকে টার্গেট করছেন তিনি। কলকাতার আর চারটি ম্যাচ বাকি। আগামী ৯ মে পাঞ্জাবের মাঠে নামবে কেকেআর। ওই ম্যাচটিতে লিনের প্রত্যাবর্তন হবে কিনা সেটিই এখন দেখার বিষয়! এরপর ১৩ মে ইডেন গার্ডেনসে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল সংবাদমাধ্যমকে লিন বলেন, ‘কাঁধের সমস্যা ধীরেধীরে সেরে উঠছে। অন্য দিন আমি ‘কোর্টিসন’ ইনজেকশন দিয়েছি এবং এটি সত্যিই ভালো কাজ করেছে। ইংল্যান্ডে যাওয়ার আগে (চ্যাম্পিয়নস ট্রফি) আমি কিছু ম্যাচ খেলার জন্য ফিট হওয়ার চেষ্টা করছি। ’
‘কাঁধের অবস্থার উন্নতি হচ্ছে। এটা পজিটিভ লক্ষণ কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে। চূড়ান্ত পর্বের (প্লে-অফ) আগে আমি একটি বা দু’টি ম্যাচ খেলতে চাই। ফাইনালে যাওয়ার আগে ইনজুরির পর থেকে একটি ম্যাচও খেলতে না পারাটা সতীর্থদের ওপর কিছুটা অন্যায় হবে। ’-যোগ করেন লিন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ২ মে, ২০১৭
এমআরএম