ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতকে আইনি নোটিশ দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, মে ৪, ২০১৭
ভারতকে আইনি নোটিশ দিল পাকিস্তান ভারতকে আইনি নোটিশ দিল পাকিস্তান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। তবে দু’বছর পেরিয়ে গেলেও একটিও সিরিজ তারা খেলেনি। এই কারণেই পাক বোর্ড আইনি নোটিশ পাঠিয়েছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে।

ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন খুবই খারাপ জায়গায় রয়েছে। ক্রিকেট খেলার কথা ভারতীয় বোর্ডে অন্তত কেউ ভাবছেই না।

এই আইনি নোটিশ দু’দেশের সম্পর্কে আরওই অবনতি ঘটালে অবাক হওয়ার নেই। যদিও পাকিস্তানের সঙ্গে না খেলার সিদ্ধান্তে এই নোটিশ কোনও প্রভাব ফেলবে বলে মনে হয় না। পাকিস্তানের সঙ্গে শুধু না খেলাই নয়, ক্রিকেট সম্পর্কিত কোনও ব্যাপারেই পাকিস্তানের প্রতিনিধিদের স্বাগত জানানো হচ্ছে না এ দেশে।

আইনি নোটিশ এর খবর শুনে এক ভারতীয় বোর্ড কর্মকর্তা বলেন, ‘যত দূর জানি, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার চুক্তিতে সব সময় একটা জিনিস লেখা থাকে। সেটা হলো সরকারের অনুমোদন সাপেক্ষ। পাকিস্তানের সঙ্গে খেলিনি কারণ সরকারও অনুমোদন দেয়নি। ’

এদিকে পাকিস্তান বোর্ডের এক কর্তার দাবি, তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি ছিলেন। ভারতীয় বোর্ড নাকি তাদের ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত আর খেলতে চায়নি। তবে এমন অভিযোগ নিয়ে ভারতীয় বোর্ড কর্তাদের জবাব, ‘পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে গেলেও সরকারের অনুমতি লাগে। ’

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।