সে অনুযায়ী অনুশীলন অব্যাহত রাখবেন বলেও জানালেন ফিজ, ‘আমার নিজের প্রতি সবসময় বিশ্বাস আছে। সব উইকেট তো একরকম থাকে না।
এ মাসের ১২-২৪ তারিখ আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রি-দেশীয় সিরিজ ও পরের মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে বুধবার (৩ মে) আইপিএল থেকে দেশে ফিরেছেন তিনি।
ইংল্যান্ডে টাইগার দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকা ছাড়ায় আগে দুপুরে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে গণমাধ্যমের সামনে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।
এখানে নতুন করে আবার মোস্তাফিজের বোলিং নিয়ে আলোচনার অবশ্য একটি যৌক্তিক কারণ আছে। আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলে উইকেটহীন ছিলেন।
তাছাড়া মার্চ- এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কা সিরিজে উইকেট পেলেও প্রথমদিকের মতো তার বোলিং ধার দেখা যায়নি। তাছাড়া ইনজুরি সমস্যাতো ছিলই। তবে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবার স্বরুপে ফিরতে চাইছেন এই টাইগার কাটার স্পেশালিস্ট।
মোস্তাফিজ যোগ করেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি এখনও অনেক দূরে। এর আগে আমাদের অনেক অনুশীলন আছে। আশা করি ভালো কিছু হবে। আমরা অনেকদিন অনুশীলন করতে পারবো। সামনে আমাদের আয়ারল্যান্ডে খেলা আছে। সবমিলিয়ে ভালো কিছুই হবে। ’
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ৪ মে ২০১৭
এইচএল/এমআরপি