স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণে আগামী ১২ মে থেকে শুরু হতে যাচ্ছে ত্রি-দেশীয় সিরিজ।
এর আগে সবশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশের ওয়ানডেতে অবস্থান সাত নম্বরে।
র্যাংকিংয়ে বাংলাদেশের উপরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৩। টাইগাররা লঙ্কানদের চেয়ে পিছিয়ে মাত্র ২ রেটিং পয়েন্টে। আসন্ন ত্রি-দেশীয় সিরিজের পর শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে হলে এই সিরিজটি মাশরাফি-তামিম-মুশফিক-সাকিবদের জন্য গুরুত্বপূর্ণ।
ত্রি-দেশীয় টুর্নামেন্টে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সব কয়টি ম্যাচ জিততে পারলে টাইগারদের যোগ হবে ৬ রেটিং পয়েন্ট, যা বাংলাদেশকে পৌঁছে দেবে র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। তিনটি ম্যাচ জিততে পারলে লাল-সবুজদের নামের পাশে যোগ হবে ৩ রেটিং পয়েন্ট। তখন ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে যাবে ম্যাশ বাহিনী। অবস্থান করবে ছয় নম্বরে। সব ঠিক থাকলে আয়ারল্যান্ডকে দুটি ম্যাচেই হারানো সম্ভব টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে থাকা দুটি ম্যাচের একটি জিতলেই লঙ্কানদের টপকে যাবে লাল-সবুজরা।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০৪ মে ২০১৭
এমআরপি