ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনি-কোহলিদের বুকে ‘অপ্পো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ৪, ২০১৭
ধোনি-কোহলিদের বুকে ‘অপ্পো’ ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটারদের জার্সির স্পন্সর ‘স্টার ইন্ডিয়া’ মুখ ফিরিয়ে নিয়েছে ক’দিন আগেই। গত মার্চে মেয়াদ শেষ হওয়ার পর আর বিড করেনি প্রতিষ্ঠানটি। নতুন স্পন্সরের জন্য গত মাসে দরপত্র ছেড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

স্টারের পরিবর্তে তাতে কোহলি-ধোনিদের নতুন স্পন্সর হয়েছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ‘অপ্পো’। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া না নেওয়া নিয়ে চলমান আলোচিত ঘটনার মধ্যেই টিম ইন্ডিয়ার নতুন জার্সি উন্মোচন করলো ভারতের টিম স্পন্সর অপ্পো।

ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ে অস্বচ্ছতার কারণেই নিজেদের গুটিয়ে নেয় স্টার। চুক্তির মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। তবে, মেয়াদ না বাড়ানোর কথা সাফ জানিয়ে দেয় স্টার ইন্ডিয়া।

টিম ইন্ডিয়ার জার্সি স্বত্ব কেনার দৌড়ে ছিল ভিভো, পেটিএম, অপ্পো ও ডিপিএস ব্যাংক। কোহলিদের দ্বিপাক্ষিক সিরিজ আর আইসিসির প্রতিটি টুর্নামেন্টে ম্যাচ পিছু ৪.১ কোটি ভারতীয় রুপির বেইস প্রাইজ দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। ছয়টি প্রতিষ্ঠান দরপত্র দিলেও নিলামে উপস্থিত ছিল ভিভো আর অপ্পো। শেষ পর্যন্ত ১০৭৯ কোটি ভারতীয় রুপিতে নিলাম জিতে নেয় অপ্পো।

আগামী ৫ বছর অপ্পো মোবাইলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ভারতীয় বোর্ডের পাশে থাকবে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার ২৫২টি আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। সব ম্যাচেই ভারতীয় ক্রিকেটারদের বুকে শোভা পাবে ‘অপ্পো’। স্পন্সরশিপের ফলে ওই সংস্থাটি ভারতীয় বোর্ডকে প্রতিটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য ১.৫৬ কোটি ভারতীয় রুপি দেবে।

সাহারা গ্রুপের পর ২০১৩ সালের ডিসেম্বরে ভারতের জার্সি স্পন্সরের স্বত্ব পেয়েছিল স্টার ইন্ডিয়া। ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত যাদের মেয়াদ ছিল। তবে নতুন করে আর আগ্রহ না দেখানোয় অপ্পোকে সেই সুযোগ দেয় বিসিসিআই। সেই সুযোগ নিয়ে ভারতীয় জাতীয় দলের পাশাপাশি নারী ও অনূর্ধ্ব-১৯ দলের জার্সির স্পন্সর করছে অপ্পো।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।