ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন দেখলেন আইপিএলের সেরা ব্যাটিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মে ৫, ২০১৭
শচীন দেখলেন আইপিএলের সেরা ব্যাটিং শচীন দেখলেন আইপিএলের সেরা ব্যাটিং-ছবি:সংগৃহীত

আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে দু’শর বেশি রান তাড়া করেও সহজ জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। দলের এমন জয়ে ঝড়ো ৯৭ রানের ইনিংস খেলে দারুণ ভূমিকা রেখেছেন রিশাব প্যান্ত। আর তরুণ এ ব্যাটনসম্যানের এই ইনিংসটিকে এখন পর্যন্ত আইপিএলের সেরা ইনিংস বলে জানিয়েছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার।

এ জয়ের ফলে আইপিএলে এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি। যেখানে দলের প্রায় ৫০ শতাংশ রানই এসেছে প্যান্তের ব্যাট থেকে।

এদিন ২৭ বলে হাফসেঞ্চুরি করেন ১৯ বছরের এ তারকা। পরে ৪৩ বলে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে বিদায় নেন।

প্যান্তের ইনিংসে বাউন্ডারি থেকে ওভার বাউন্ডারির মারই ছিল বেশি। যেখানে নয়টি বিশাল ছক্কার বিপরীতে তিনি ছয়টি চার হাঁকিয়েছেন। তবে ভাগ্য সহায় না থাকায় সেঞ্চুরি বঞ্চিত হন।

প্যান্তের এমন ইনিংস নজর কেড়েছে ভারতের সাবেক থেকে বর্তমান তারকাদের। শচীন নিজের টুইটারে লিখেই দিয়েছেন, ‘১০টি আইপিএল মৌসুম মিলিয়ে আমার দেখা এটি সেরা ইনিংস। ’ এছাড়া বিরেন্দ্রর শেওয়াগ, গৌতম গম্ভির, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা থেকে শুরু করে সুনাম করেছেন ভিভিএস লক্ষনও।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৫ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।