ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে লড়বে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ৫, ২০১৭
ফাইনালে লড়বে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ছবি: সংগৃহীত

জুন থেকে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন এই মেগা ইভেন্টের ফাইনালে খেলবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। এমনটি মনে করেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এর আগে দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান এক নম্বরে।

১২৩ রেটিং নিয়ে শীর্ষে প্রোটিয়ারা। আর ১১৮ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া।

২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার জানান, ‘আমি যদি ফাইনালের কথা বলতে যাই, তাহলে আমাদের প্রতিপক্ষ দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা। আমার মতে, স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মোকাবেলা করবে এবিডি ভিলিয়ার্সের নেতৃত্বে থাকা দক্ষিণ আফ্রিকার। ’

ওভালে আগামী ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। জাম্পা আরও যোগ করেন, ‘আমি ওয়ানডেতে যতগুলো দলের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকাই সবথেকে শক্ত প্রতিপক্ষ মনে হয়েছে। তাদের ব্যাটিং ও বোলিং আক্রমণ বিশ্বসেরা। তাদের স্পিনার ইমরান তাহিরতো দুর্দান্ত বোলার। আমাদের টপকে তারা ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে। তারা খুবই ভালো অবস্থানে আছে। ’

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’ তে রয়েছে অস্ট্রেলিয়া, আর গ্রুপ ‘বি’ তে আছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে লড়বে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। আর প্রোটিয়াদের প্রতিপক্ষ হিসেবে গ্রুপপর্বে থাকছে এশিয়ার তিন দেশ বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।