ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের পথে সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, মে ৬, ২০১৭
ইংল্যান্ডের পথে সাকিব-মোস্তাফিজ মোস্তাফিজ ও সাকিব-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের পথে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ফেরার পর এবার তাদের লক্ষ্য টাইগারদের হয়ে মাঠে নামা।

আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ ও ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় দল। যেখানে ইতোমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মুশফিক-মিরাজরা।

তবে আইপিএলে ব্যস্ত থাকায় এতদিন দলের সাথে ক্যাম্পে অংশগ্রহণ করতে পারেনি সাকিব ও মোস্তাফিজ।

অবশেষে আসন্ন প্রতিযোগিতাগুলোকে সামনে রেখে জাতীয় দলের সাথে যোগ দিতে যান তারা। শুক্রবার রাতে এমিরেটস এয়ারলাইন্সে করে লন্ডনের পথে উড়াল দেন সাকিব ও মোস্তাফিজ। যাত্রা শুরুর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দিয়ে ইংল্যান্ড যাত্রার কথা ভক্তদের নিশ্চিত করেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ।

স্ত্রীর অসুস্থতার খবরে কন্ডিশনিং ক্যাম্প থেকে দেশে ফিরে আসা মাশরাফি বিন মুর্তজা এবার লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন।  

প্রসঙ্গত, সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প শেষে ত্রি-দেশীয় সিরিজ খেলতে ৭ই মে আয়ারল্যান্ড পাড়ি জমাবে মাশরাফির নেতৃত্বাধীন ১৮ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল।

সাসেক্স একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৩৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে মুশফিকের অপরাজিত ১৩৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে ডিউক অব নরফোক ১৮ ওভারে বিনা উইকেটে ১০১ রান তোলার পরই বৃষ্টি নামে। ফলে, বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।