ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ জয়ী অরবিন্দ ডি সিলভার পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, মে ৬, ২০১৭
বিশ্বকাপ জয়ী অরবিন্দ ডি সিলভার পদত্যাগ বিশ্বকাপ জয়ী অরবিন্দ ডি সিলভার পদত্যাগ-ছবি:সংগৃহীত

ক’দিন পরই ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। তবে এমন সময় বড় ধরনের একটি ধাক্কা খেলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। লংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) ক্রিকেট কমিটি থেকে হঠাৎই সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা।

বৃহস্পতিবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন সিলভা। যা এসএলসি’র গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা এক বিবৃতির মাধ্যমে বলেন, ‘ডি সিলভা তার ব্যক্তিগত কমিটমেন্টকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। ’

এদিকে জানা গেছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডি সিলভা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ৫১ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এ কিংবদন্তি। জানা গেছে, তার সঙ্গে আলোচনা না করেই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। এতে নাখোশ ছিলেন তিনি। এর জের ধরেই পদত্যাগ করেছেন।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ক্রিকেটীয় বিষয়ে পরামর্শক প্যানেল হিসেবে কাজ করে ক্রিকেট কমিটি। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন অরবিন্দ ডি সিলভা। কেবল মাত্র ১৩ মাসের মেয়াদে এসএলসির কোচিং বিভাগের উন্নয়নে তার চিন্তা-ভাবনা প্রশংসিত হয়।  

গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। তখন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিজ দলের এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের পেছনে ডি সিলভার কৃতিত্ব রয়েছে বলে প্রকাশ্যে ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০০৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন অরবিন্দ ডি সিলভা। এরপর থেকে নির্বাচক কমিটির প্রধান ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে শ্রীলংকা ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন।  

১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২ রানে তিন উইকেট নেয়ার পর অপরাজিত ১০৭ রান করেন। ডি সিলভা হন ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। শ্রীলংকার হয়ে ৯৩ টেস্ট ম্যাচে ৬ হাজার ৩৬১ রান করেছেন। ৯ হাজার ২৮৪ রান তার ব্যাট থেকে এসেছে ৩০৮টি ওডিআইতে। টেস্টে ২৯ এবং ওডিআইতে ১০৬ উইকেট রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ০৬ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।