ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপিতে বসুন্ধরার ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ৬, ২০১৭
বিকেএসপিতে বসুন্ধরার ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বিকেএসপিতে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান-ছবি: বাংলানিউজ

আশুলিয়া, সাভার: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের খেলা দেখতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে গিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

শনিবার (৬ মে) বিকেল ৩টার দিকে হেলিকপ্টারযোগে সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে পৌঁছান তিনি।

সেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সমিতির মধ্যকার ম্যাচটি উপভোগ করেন সাফওয়ান সোবহান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হেড অব অপারেশন ফয়েজ আহম্মেদ, সদস্য নাবিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে খেলা চলাকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দলপতি আব্দুর রাজ্জাক আহত হন। তখন তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন ক্লাব প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান। খেলা শেষে মাঠ ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।