ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সরাসরি আয়ারল্যান্ডে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, মে ৭, ২০১৭
সরাসরি আয়ারল্যান্ডে মাশরাফি মাশরাফি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দলের সাথে যোগ দিতে গত রাতে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা। পারিবারিক কারণে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প থেকে ছুটি নিয়ে গত ৩০ এপ্রিল বাংলাদেশে ফিরে এসেছিলেন মাশরাফি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, এবার ইংল্যান্ডের সাসেক্স নয় সরাসরি আয়ারল্যান্ডে যাবেন জাতীয় দলের ওয়ানডে দলপতি।

৭ মে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফি।

আসছে ১২ মে থেকে বাংলাদেশ, স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের অংশগ্রহণে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের পর্দা উঠবে। বর্তমানে বাংলাদেশ দল কন্ডিশনিং ক্যাম্পে সাসেক্সে অবস্থান করলেও ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে টাইগাররা রোববার আয়ারল্যান্ড পাড়ি জমাবে।

ত্রিদেশীয় সিরিজের মূল পর্বে লড়ার আগে সেখানে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে মাশরাফিরা। এরপর ১২ মে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলার মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু হবে বাংলাদেশের। যদিও স্লো-ওভার রেটিংয়ের জন্য নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় প্রথম ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।  

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে এ সিরিজে ফাইনাল ম্যাচ বাদে মোট চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে মাশরাফি বাহিনী।

ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আবারো ইংল্যান্ডে আসবে বাংলাদেশ। সেখানে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ২৭ ও ৩০ মে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার পর চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াইয়ে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচে ১, ৫ ও ৯ জুন যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফি-মুশফিক-সাকিবরা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ০৭ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।