বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, এবার ইংল্যান্ডের সাসেক্স নয় সরাসরি আয়ারল্যান্ডে যাবেন জাতীয় দলের ওয়ানডে দলপতি।
৭ মে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফি।
ত্রিদেশীয় সিরিজের মূল পর্বে লড়ার আগে সেখানে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে মাশরাফিরা। এরপর ১২ মে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলার মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু হবে বাংলাদেশের। যদিও স্লো-ওভার রেটিংয়ের জন্য নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় প্রথম ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে এ সিরিজে ফাইনাল ম্যাচ বাদে মোট চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে মাশরাফি বাহিনী।
ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আবারো ইংল্যান্ডে আসবে বাংলাদেশ। সেখানে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ২৭ ও ৩০ মে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার পর চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াইয়ে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচে ১, ৫ ও ৯ জুন যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফি-মুশফিক-সাকিবরা।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ০৭ মে, ২০১৭
এমএমএস