ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কোচের বাসায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
কোচের বাসায় টাইগাররা সাব্বিরের ফেসবুক থেকে নেওয়া ছবি

ত্রি-দেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে দেশের বাইরে। প্রথমে আয়ারল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজ হলেও প্রথমে টাইগাররা কন্ডিশনিং ক্যাম্প করেছে ইংল্যান্ডের সাসেক্সে। সেখান থেকেই আয়ারল্যান্ডে যাওয়ার কথা।

এদিকে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ ইতোমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ। যেখানে প্রথমটিতে দারুণ ব্যাটিং করলেও বৃষ্টির কারণে ম্যাচের ফল হয়নি।

কিন্তু সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বড় জয়ই পেয়েছে মুশফিকরা।

আয়ারল্যান্ডে যাওয়ার আগে তাই ফুরফুরে মেজাজে বাংলাদেশ। সেখানে দারুণ সময়ও পার করছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসাল ইংল্যান্ডে থাকেন। আর জিম্বাবুইয়ান বংশোদ্ভুত প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটারের বাসায় মধ্যাহ্ন ভোজ সেরেছে পুরো বাংলাদেশ দল।

এমনই একটি খবর নিজের ফেসবুক পেজে ছবি সহ পোস্ট করেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। পুরো দল ও স্টাফসহ ছবির ক্যাপশনে সাব্বির লিখেন, ‘ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসালের বাসায় পুরো দল নিয়ে মধ্যাহ্ন ভোজ হলো...এটা ছিল খুবই দারুণ...ধন্যবাদ। ’

আগামী ১২ মে ডাবলিনের মালাহাইডে স্বাগতিক আইরিশদের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।  

পরে ইংল্যান্ডে আবারও ফেরত আসবে হাতুরুসিংহের শিষ্যরা। আর সেখানে ১ জুন ইংলিশদের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে লড়বে মাশরাফি বাহিনী। ‘এ’ গ্রুপে বাংলাদেশ আরও খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

প্রসঙ্গত, আইপিএল শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান গত পরশু রাতে দেশ ছাড়েন। আর পারিবারিক কাজে দেশে ফেরত আসা ওয়ানডে অধিনায়ক মাশরাফি গত রাতে রওয়ানা দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ০৭ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।