১৩ ম্যাচ খেলে ফেললেও মাত্র দুটিতে জয় পেয়েছে কোহলি, ভিলিয়ার্স, ক্রিস গেইলদের নিয়ে সাজানো বেঙ্গালুরু। ১০টি ম্যাচে হারার পাশাপাশি একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় কোহলির দল।
বেঙ্গালুরুর হাতে আছে আর মাত্র একটি ম্যাচ। আগামী ১৪ মে দিল্লির খেলেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে।
আইপিএলের দশম আসরের ৪৬তম ম্যাচে সবশেষ মাঠে নেমে কলকাতার বিপক্ষে হেরেছে গতবারের রানার্সআপ বেঙ্গালুরু। দলটির জন্য সেটিও ছিল নিয়ম রক্ষার ম্যাচ।
কোহলি নিজের টুইটারে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘এই মৌসুমে নিঃশর্তভাবে ভালোবাসা আর সমর্থন জানানোর জন্য বেঙ্গালুরুর সকল সমর্থকদের ধন্যবাদ জানাই। ক্ষমা চাচ্ছি, আমরা আমাদের মানের সঙ্গে খেলতে পারিনি বলে। ’
এদিকে, ১১ ম্যাচে ৯টি জয় আর দুটি পরাজয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ খেলে ৮টি জয় আর চারটি পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলকাতা। সমান ম্যাচে পুনে সুপারজায়ান্ট ১৬ পয়েন্ট নিয়ে তিনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ ১২ ম্যাচে ৬ জয়, ৫ হার আর একটি পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে অর্জন করেছে ১৩ পয়েন্ট, অবস্থান চার নম্বরে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি