ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পুরোনো ক্লাবের বিপক্ষে মজিদের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
পুরোনো ক্লাবের বিপক্ষে মজিদের সেঞ্চুরি ছবি: সংগৃহীত

বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর আর ভিক্টোরিয়া। গত মৌসুমে ভিক্টোরিয়ায় খেলা ওপেনার আবদুল মজিদ এবার খেলছেন প্রাইম দোলেশ্বরে। নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন মজিদ।

ময়মনসিংহের ২৬ বছর বয়সী আবদুল মজিদকে খুব বেশি ক্রিকেটপ্রেমী চেনেন না। প্রায় ৫০ টি করে প্রথমশ্রেণির ম্যাচের পাশাপাশি খেলেছেন লিস্ট ‘এ’ ম্যাচ।

তবে, গত বছর সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে দারুণ এক শতক করে পরিচিতি পান। বিসিবি একাদশের হয়ে খেলতে নামা এই ব্যাটসম্যানের ৯৫ বলে ১০৬ রানের বিস্ফোরক ইনিংস মেনে নিতে পারেননি বেন স্টোকস।

ইংলিশ বোলারদের সারাদিন ভুগিয়ে সেঞ্চুরিয়ান মজিদ যখন ফিরছিলেন তখন হাত বাড়িয়ে দিলেও স্টোকস হাত না মিলিয়ে বেশ অপমানই করেছিলেন। তার আগে স্টুয়ার্ট ব্রড, স্টোকসরা মাঠে মজিদের ব্যাটিংয়ে ধৈর্য হারিয়ে স্লেজিং শুরু করেছিলেন। এরপরই আলোচনায় আসে মজিদের নাম।

গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে দুটি সেঞ্চুরি করেছিলেন মজিদ। আজ পুরোনো ক্লাবের বিপক্ষে খেললেন ১১৬ রানের ইনিংস। তার ১১৪ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি চার আর ৫টি ছক্কার মার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি মজিদের পঞ্চম সেঞ্চুরি। ৫৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ১ হাজার ৭৪৯ রান করেছেন। ৫ সেঞ্চুরির সঙ্গে আছে ১১টি ফিফটি। আগের ম্যাচেও ফিফটি করেছিলেন। প্রথমশ্রেণির ম্যাচেও মজিদের নামের পাশে ৬টি সেঞ্চুরি আর ১৩টি হাফ-সেঞ্চুরি আছে। আছে ২৫৩ রানের অপরাজিত ইনিংস খেলার অভিজ্ঞতা।

মজিদের সেঞ্চুরি আর চতুরাঙ্গা ডি সিলভার ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে প্রাইম দোলেশ্বর তুলেছে ৩৩৯ রান।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।