ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৬০০ প্লাসের ম্যাচে তিন সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
৬০০ প্লাসের ম্যাচে তিন সেঞ্চুরি ছবিতে তিন সেঞ্চুরিয়ান

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতে ২-১ এ এগিয়ে গেল লঙ্কানরা। তৃতীয় ম্যাচে লঙ্কানদের জয় ৮ উইকেটের বড় ব্যবধানে।

দুই ইনিংসে ৬০০’র ওপরে রান উঠেছে। সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের ওপেনার হ্যামিলটন মাসাকাদজা।

আর লঙ্কানদের দুই ওপেনার নিরোশান ডিকভেলা এবং দানুসকা গুনাথিলাকা সেঞ্চুরির দেখা পেয়েছেন।

আগে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩১০ রান। জবাবে, ৪৭.২ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌঁছে।

জিম্বাবুয়ের ওপেনার মাসাকাদজা ১৫টি চার আর একটি ছক্কায় ৯৮ বলে করেন ১১১ রান। তিন নম্বরে নামা মুসাকানদা করেন ৪৮ রান। ৪৩ রানের ইনিংস খেলেন শেন উইলিয়ামস। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট তুলে নেন ডি সিলভা, গুনারত্নে। একটি করে উইকেট দখল করেন সান্দাকান, নুয়ান প্রদীপ আর মালিঙ্গা।

৩১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি থেকেই ২২৯ রান তুলে নেয় ডিকভেলা-গুনাথিলাকা। ১১৬ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করেন ডিকভেলা। আর ১১১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১১৬ রান করেন গুনাথিলাকা। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস ২৮ এবং চার নম্বরে নামা উপুল থারাঙ্গা ৪৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।