ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে বিজয়-সাইফদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
অস্ট্রেলিয়ার মাটিতে বিজয়-সাইফদের সিরিজ জয় ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন জয় পেলো লিটন-বিজয়রা। জয়ের ধারা বজায় রেখেছে সফরকারী বিসিবি এইচপি দল। শুক্রবার (০৭ জুলাই) তৃতীয় ম্যাচে নর্দান টেরিটোরিকে ৪২ রানে হারিয়েছে বিসিবি এইচপি দল।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের অধিনায়ক লিটন কুমার দাস।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করে বিসিবি এইচপি দল।

দলের পক্ষে সর্বোচ্চ ১০৪ রান করেন সাইফউদ্দিন। এছাড়া, ওপেনার এনামুল হক বিজয় করেন ৩৬ রান। তানভির হায়দারের ব্যাট থেকে আসে ৩৬ রান।

২৬৮ রানের টার্গেট ব্যাট করতে নেমে ২২৫ রানেই গুটিয়ে যায় নর্দান টেরিটোরি। অ্যালেক গ্রেগরি একাই করেন ১৪৪ রান। এইচপির বোলারদের দারুণ ডেলিভারিতে আর কেউ উইকেটে টিকতে পারেননি।
 
টানা তিন জয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে ৩-০ তে এগিয়ে গেলো বিসিবি এইচপি দল। সিরিজের চতুর্থ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার (৯ জুলাই)। এর আগে প্রথম ম্যাচে অলরাউন্ডার তানভির হায়দারের দুর্দান্ত ব্যাটিংয়ে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছিল এইচপি। দ্বিতীয় ওয়ানডেতে ৭০ রানের বড় ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে দেয় সফরকারীরা। দলের পক্ষে নাজমুল হাসান শান্ত সেঞ্চুরি করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।