ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিতকে বোঝালেন সেরা বোলার আমির-ই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
রোহিতকে বোঝালেন সেরা বোলার আমির-ই ছবি:সংগৃহীত

পাকিস্তান পেসার মোহাম্মদ আমির ‘সাধারণ একজন বোলার’ বেশ কিছুদিন আগে এমনটি বলেছিলেন ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা। তবে তাকে ভুল প্রমাণ করলেন আমির নিজেই। সদ্য চ্যাম্পিয়নস ট্রফিতে আমিরের ম্যাচ জেতানো তিন উইকেটের মধ্যে রোহিতও ছিলেন। তবে ভারতীয় তারকার প্রশংসা করতেও ভুলেননি তিনি।

গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান। যেখানে শুরুতেই ভারতের টপঅর্ডারের তিন উইকেট নিয়ে জয় সহজ করে দেন আমির।

এর ফলে ২৫ বছরের মধ্যে পাকিস্তান ওয়ানডের বড় কোনো শিরোপা জেতে।

এদিকে আমির ও রোহিতের দ্বন্দ্বটা একটু পুরোনো। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দলে জায়গা পান আমির। আর ভারতের বিপক্ষে ম্যাচে সেবারও শুরুতেই তিন উইকেট তুলে নেন তিনি।

তবে ভারত ঠিকই ম্যাচ জিতে নেয়। আর ম্যাচ শেষে রোহিত বলেছিলেন, ‘তার (আমির) সম্পর্কে কথা বলা বন্ধ হয়েছে। সে একমাত্র বোলার না, পাকিস্তানের অন্য বোলাররাও ভালো করেছে। তাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমি মনে করি একটি ম্যাচকে ঘিরে তার জন্য এত আলোচনা ঠিক নয়। সে সাধারণ মানের একজন বোলার। ’

তবে চ্যাম্পিয়নস ট্রফিতে অবশ্য রোহিতের উইকেট নিয়ে বেশ তৃপ্ত ছিলেন আমির। আর পুরোনো প্রসঙ্গ টেনে এবার তিনি বলেন, ‘সে আমার প্রতি যে মতামত দিয়েছিলো, তার অধিকার আছে এমন মতামত দেওয়ার। তবে আমার মনে হয় এখন তার মতামত পরিবর্তন হয়েছে। ’

রোহিতের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘একটা ব্যাপার পরিস্কার করা দরকার, আমি তাকে কখনই সাধারণ ব্যাটসম্যান বলিনি। সত্যি বলতে তাকে আমি অসাধারণ ব্যাটসম্যান বলেছি। ভারতের হয়ে তার রেকর্ড দুর্দান্ত। আমি তাকে সম্মান করি। ক্রিকেটারদের প্রতি সে মতামত দিতেই পারে। তবে সবার প্রতি সম্মান রেখেই বলছি, কেউ আমার প্রতি বলুক বা নাই বলুক আমি তাতে ভীত নই। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।