ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘চাপ নয়, নিজেদের খেলাটা খেললেই হবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
‘চাপ নয়, নিজেদের খেলাটা খেললেই হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে নিজেদের আরও ভালো করে ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। অজিদের বিপক্ষে সবগুলো টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার মাশরাফি। তবে, সাদা পোশাকের ম্যাচে এবার ঘরের মাঠে দর্শকের ভূমিকায় থাকবেন ওয়ানডে দলপতি।

ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি কথা বলেছেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে। সেখানে জানিয়েছেন, দলের সিনিয়ররা ভালো করলে অজিদের বিপক্ষে ভালো ফল আনা সম্ভব।

মাশরাফি জানান, ‘এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো লড়াই করার মানসিকতা। যেকোনো টেস্ট সিরিজের আগে দলের প্রতিটি সদস্য লড়াই করার কথা ভাবে, ম্যাচে ফল আনার চেষ্টা করে। যে কারণে এখন আমরা একটা ভালো ফলাফল আশা করতে পারি। আমি মনে করি, বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবচেয়ে বেশি কাজ করেছে তাদের মানসিকতা নিয়ে। গত ১৫ বছরে আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল এই একটি জায়গাতেই। কারণ, টেস্টে আমাদের ধৈর্য ছিল না। সেঞ্চুরি করার পর একজন ব্যাটসম্যানের চিন্তা করা উচিৎ স্কোরটাকে কিভাবে আরও বড় করা যায়, পরের দিন পর্যন্ত কিভাবে ইনিংসটাকে টেনে নিয়ে যাওয়া যায়। সেঞ্চুরির পর কেন সেটিকে ডাবল সেঞ্চুরি করা যাবে না? এটা হয়তো প্রতিদিন হবে না, কিন্তু সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করাটাই আসল। ’

মাশরাফি আরও যোগ করেন, ‘মনে করেন, কেউ ডাবল সেঞ্চুরি করল, কিন্তু বাকিরা কেউ ভূমিকা রাখতে পারলো না। তারপরও কিন্তু ৪০০ বা ৪৫০ রানের স্কোর হয়ে যাচ্ছে। সে জন্যই সেট ব্যাটসম্যানদের নিজেদের ইনিংস বড় করা জরুরি। যে ৪০ রান করে আউট হচ্ছে, তাকে লম্বা ইনিংস খেলতে হবে। ফিফটি করে খুশি থাকলেই হবে না। ’

মাশরাফির বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রমাণ করার এটাই সঠিক সময়। তবে, সেটাকে যেন চাপ হিসেবে না নেয় টাইগাররা, ‘অযথা চাপ নেওয়ার কোনো কারণ দেখছি না। দলের প্রতিটি সদস্যকে কোনো চাপ নিতে বলছি না। তবে, ভালো একটা টেস্ট সিরিজ দেখার প্রত্যাশা করছি। অস্ট্রেলিয়া এ মুহূর্তে বিশ্বের সেরা দল। আর তারা নিজেদের শক্তিশালী স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে। তাদের দলে প্যাট কামিন্স, জস হ্যাজেলউড আর নাথান লায়নের মতো দারুণ বোলার আছে। আমাদের জন্য মোটেই সিরিজটি সহজ হবে না। কিন্তু, আমরা যদি এক লেভেল উপরে খেলতে পারি, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে যা করেছি অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেভাবে জেতা সম্ভব। তবে, আবারো বলছি দলের সদস্যদের কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।