ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির ১২তম ‘ডাক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
কোহলির ১২তম ‘ডাক’ বিরাট কোহলি (ফাইল ছবি)

আরেকটি ‘ডাক’ মারলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোববার (১৭ সেপ্টেম্বর) চেন্নাইয়ে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফিরেছেন কোনো রান না করেই। অজিদের বিপক্ষে এটি তার দ্বিতীয় ‘ডাক’।

১৩ ইনিংস আগে কোহলি শেষ বিনা রানে ফিরেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে। এ ১৩ ইনিংসে তার সর্বনিম্ন রান ছিল ৩, সর্বোচ্চ ১৩১।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ‘ডাকের’ রেকর্ড আরেক গ্রেট শচীন টেন্ডুলকারের। টেন্ডুলকারের অনেকগুলো রেকর্ডই কোহলি ভেঙেছেন। সামনেও ভাঙবেন। অবাক হওয়ার কিছু থাকবে না তার ‘ডাক’ মারার রেকর্ডটি ভাঙলে! ৪৬৩ ওয়ানডেতে টেন্ডুলকার কোনো রান না করে ফিরেছেন মোট ২০ বার। আর নয়বার হলেই ডাকে লিটল মাস্টারকে পেছনে ফেলবেন কোহলি।

রান মেশিন কোহলি ১৯৪ ম্যাচে আট হাজার ৫৮৭ রান করেছেন। সর্বোচ্চ ১৮৩। গড় ৫৫ দশমিক ৭৫। স্ট্রাইক রেট ৯১ দশমিক ৭২। ৩০ সেঞ্চুরি ও ৪৪ হাফ সেঞ্চুরি তার।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।