ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনি-পান্ডের ব্যাটে ভারতের লড়াকু স্কোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
ধোনি-পান্ডের ব্যাটে ভারতের লড়াকু স্কোর ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সমতায় টেস্ট সিরিজের পর ভারতের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে অজিদের পেস আক্রমণে শুরুর ধাক্কা সামলে ধোনি-পান্ডের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে ভারত।

নির্ধারিত ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৮১। শেষ ওভারে আউট হন মহেন্দ্র সিং ধোনি (৭৯)।

এটি তার ৬৬ নম্বর ওডিআই ফিফটি। ৩২ রানে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার। ধোনি-ভুবনেশ্বর জুটিতে আসে ৭২।

চেন্নাইয়ে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ১১ রানের মধ্যেই অজিঙ্কা রাহানে (৫), অধিনায়ক বিরাট কোহলি (০) ও মানিশ পান্ডের (০) উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে স্বাগতিকরা। প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও কেদার যাদব। জুটিটা (৫৩) বড় করতে পারেননি দু’জন। রোহিত ২৮ ও যাদব ফেরেন ৪০ করে। ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন আবারো বিপদের শঙ্কায় টিম ইন্ডিয়া।

সেখান থেকেই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে লড়াকু স্কোরের ভিত এনে দেন ধোনি ও হার্দিক পান্ডে। তাদের ১১৮ রানের ষষ্ঠ উইকেট পার্টনারশিপে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ছন্দে থাকা পান্ডে ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু এ যাত্রায় অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হলো।

৪১তম ওভারে অ্যাডাম জাম্পাকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হয়নি। ধরা পড়েন শর্ট থার্ডম্যান জেমস ফকনারের হাতে। দর্শকদের অভিবাদনের মধ্য দিয়ে মাঠ ‍ছাড়ার সময় তার নামের পাশে ৬৬ বলে ৮৩। ঝড়ো ইনিংসটিতে ছিল ৫টি করে চার-ছক্কার মার।

নাথান কোল্টার নাইল তিনটি ও ‍মার্কাস স্টয়নিস দু’টি উইকেট লাভ করেন। একটি করে নেন জাম্পা ও ফকনার।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।