ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান দলে ফিরছেন সালমান বাট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
পাকিস্তান দলে ফিরছেন সালমান বাট! পাকিস্তান দলে ফিরছেন সালমান বাট!-ছবি:সংগৃহীত

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছর নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট খেলতে পারেননি সালমান বাট। তবে ঘরোয়া ক্রিকেটে ফের ভালো করে আবারও পাকিস্তান জাতীয় দলের কড়া নাড়ছেন তিনি। তার ভবিষ্যতে দলে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন স্বয়ং জাতীয় দলের নির্বাচক ইনজামাম-উল-হক।

গত জানুয়ারিতে ঘরোয়া লিগে ফেরার পর চুটিয়ে পারফর্ম করে যাচ্ছেন বাঁহাতি স্টাইলিশ ব্যাটসম্যান বাট। আর তার এই পারফরম্যান্সই তাকে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছে।

যেখানে ২০১০ সালে সেই ফিক্সিংয়ে জড়িত থাকা মোহাম্মদ আমির ইতোমধ্যে দলে খেলছেন।

এ প্রসঙ্গে ইনজি বলেন, ‘সালমান বাট ঘরোয়া লিগে দুর্দান্ত করছে। ছয় বছর ক্রিকেটের সঙ্গে না থাকলেও তার ফিটনেস অসাধারণ। ’

ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় ৫৩৬ রান করা বাট অবশ্য সিনিয়র দলে খুব দ্রুতই ফিরতে পারছেন না। তবে তিনি দলের টাচে থাকছেন। নেওয়া হতে পারে পাকিস্তান ‘এ’ দলে।

ইনজামাম আরও যোগ করেন, ‘দীর্ঘদিন দলের বাইরে থাকার ফলে আমরা তাকে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে নেব না। তাকে ভবিষ্যতের জন্যই বিবেচনা করা হচ্ছে। ’

এদিকে নির্বাচক ইনজামাম বাটকে দলে চাইলেও, এর বিরোধিতা করছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি জানান, বাটকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিৎ হবে না।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।