ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

যুবাদের ম্যাচের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
যুবাদের ম্যাচের সূচিতে পরিবর্তন ছবি:সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তবে সিরিজটি শুরুর খানিক আগে দুই দলের মধ্যকার পূর্বনির্ধারিত সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি।

এই সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা সিলেট ক্রিকেট স্টেডিয়ামে এবং পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  তবে পঞ্চম ম্যাচের স্থানের পরিবর্তন এসেছে।

সিলেটেই অনুষ্ঠিত হবে পঞ্চম ম্যাচ।

পঞ্চম ম্যাচে দিন-তারিখেও পরিবর্তন এসেছে । শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৭ অক্টোবর। তবে ভেন্যু যেহেতু বদল হচ্ছে না ফলে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর ।

২৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচের মধ্যদিয়ে সিরিজ শুরু হবে।  আর পরের ম্যাচগুলো যথাক্রমে ৩০ সেপ্টেম্বর ও ২, ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।