ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় রাউন্ডে মাশরাফিদের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
দ্বিতীয় রাউন্ডে মাশরাফিদের জয় ছবি: সংগৃহীত

চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডেও জয় পেল মাশরাফি, রাজ্জাক, বিজয়, তুষার ইমরানদের খুলনা বিভাগ। বরিশাল বিভাগের বিপক্ষে ২৩৯ রানের বিশাল জয় পেয়েছে খুলনা। ফলে, প্রথম দুই রাউন্ডের একটিতে জয় ও অন্যটিতে ড্র করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

হাতে সবক’টি উইকেট নিয়ে চতুর্থ বা শেষ দিন বরিশালকে পাড়ি দিতে হতো বিশাল পথ। ৪০৩ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে আগের দিনই বরিশাল বিনা উইকেটে তুলেছিল ৩২ রান।

দ্বিতীয় ইনিংসে খুলনার স্পিনার ও দলপতি আবদুর রাজ্জাকের ঘূর্ণিতে ১৬৩ রানেই গুটিয়ে যায় বরিশাল। রাজ্জাক নেন ৫টি উইকেট।

আগে ব্যাট করে খুলনা প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৪৪৪ রানে থামে। শতক হাঁকান তুষার ইমরান আর মেহেদি হাসান। বরিশালের মনির হোসেন একাই ৭টি উইকেট তুলে নেন। নিজেদের প্রথম ইনিংসে ২৫৮ রানে অলআউট হয় বরিশাল। নিজেদের দ্বিতীয় ইনিংসে খুলনা ৭ উইকেট হারিয়ে ২১৬ রান তুলে ইনিংস ঘোষণা করে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের (টায়ার ওয়ান) ম্যাচে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি হাঁকান তুষার। ১৯৬ বলে ১৬টি চার আর একটি ছক্কায় তিনি করেন ১৩২ রান। মেহেদি হাসান ২৯০ বলে ১৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১৭৭ রান করেন। ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। বরিশালের মনির হোসেন ৭টি, কামরুল ইসলাম রাব্বি একটি আর তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন। ব্যাটিংয়ে নেমে বরিশালের মোহাম্মদ নুরুজ্জামান ১০১ রানে অপরাজিত থাকেন। ৫৮ রান করেন রাফসান। সালমান ৩২ আর মনির হোসেন ৩০ রান করেন। আল আমিন হোসেন, আবদুর রাজ্জাক চারটি করে উইকেট দখল করেন। মাশরাফি আর মেহেদি হাসান একটি করে উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে খুলনার ওপেনার রবি ২৪, এনামুল বিজয় ১৩, মোহাম্মদ মিঠুন ০, নুরুল হাসান সোহান ৫৭, তুষার ইমরান ৫৭, জিয়াউর রহমান ১৬ আর মাশরাফি ১৬ রান করেন। বরিশালের সোহাগ গাজী তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট পান কামরুল ইসলাম রাব্বি এবং মনির হোসেন।

৪০৩ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে বরিশালের ওপেনার ফজলে রাব্বির ৮৮ রানের ইনিংসটি ছাড়া আর বলার মতো কোনো ইনিংস নেই। রাফসান ২৭, আল আমিন ১০ আর নুরুজ্জামান ১৬ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। খুলনার রাজ্জাক ৫টি এবং মইনুল ৩টি উইকেট তুলে নেন। মাশরাফি ৪ ওভারে ১৪ রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেহেদি হাসান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।