ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফর করবে নেপাল অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বাংলাদেশ সফর করবে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ছবি:সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যস্ত সূচির মাঝে ভবিষ্যতে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর রয়েছে। ফলে বসে থাকার সুযোগ নেই টাইগার যুবাদের। সদ্য আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ শেষ করেছে দলটি। এবার অনূর্ধ্ব-১৯ দলের সামনে রয়েছে নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

একটি ওয়ানডে সিরিজ খেলতে নেপালের যুবারা আগামী ৩০ অক্টোবর বাংলাদেশে আসছে। সফরে দু’দল তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে।

বিকেএসপিতে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৫ নভেম্বর।

বর্তমানে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে নেপালকে সামনের কাতারেই রাখা হয়।

কিছুদিন আগে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে নেপাল সিরিজ জিতে এশিয়া কাপ ও বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে চায় আগামীর মূল দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।