ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কাকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
শ্রীলঙ্কাকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় পাকিস্তান ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানদের টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে হাতে গোনা। গত মাসে লাহোর পরিদর্শন করে বিশ্ব একাদশ, ২০১৫ সালে সিরিজ খেলে আসে জিম্বাবুয়ে।

এবার স্বয়ং শ্রীলঙ্কার আগমন নিঃসন্দেহে বাড়তি তাৎপর্য বহন করছে। তাদের স্বাগত জানাতে অধীর অপেক্ষায় পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ সে কথাই তুলে ধরেছেন।

‘আমরা তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই এবং তাদের স্বাগত জানাই। পাকিস্তানে তাদের ফেরা নিয়ে সবাই উচ্ছ্বসিত। বিশ্ব একাদশের আগমন ছিল পাকিস্তানে ক্রিকেট পুনরুজ্জীবিত করার প্রথম ধাপ। শ্রীলঙ্কার আসাটা হবে পাকিস্তান ক্রিকেটের জন্য একটা অবিস্মরণীয় মুহূর্ত। আমি আশা করি, এ সফরের পর আরও বেশি টিম পাকিস্তানে আসবে। আমরা তাদের প্রচুর আতিথেয়তার সঙ্গে বরণ করে নিতে চাই। সৃষ্টিকর্তার ইচ্ছায় একটি গ্রেট ম্যাচ হবে। ’

ছবি: সংগৃহীতআবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে চমৎকার অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন ৩৭ বছর বয়সী হাফিজ। বিশ্ব একাদশের বিপক্ষে স্কোয়াডে সুযোগ পাননি। টি-২০ টিমে ফিরেই ব্যাটে-বলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন।

দুই ওভারে ১০ রানের বিনিময়ে ১০ উইকেট নেওয়ার পর ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন হাফিজ। লঙ্কানদের মাত্র ১০২ রানে অলআউট করে অনায়াসেই সাত উইকেটের জয় পায় পাকিস্তান। ৫-০ তে ওয়ানডে সিরিজ জেতার পর সংক্ষিপ্ত সংস্করণেও দুর্দান্ত শুরু পেল সরফরাজ আহমেদের দল।

শুক্রবার (২৭ অক্টোবর) একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। দু’দিন পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বহুল প্রতিক্ষীত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।