ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টেন নিয়ে ইনজামামকে সতর্ক করলো বোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
টি-টেন নিয়ে ইনজামামকে সতর্ক করলো বোর্ড ছবি: সংগৃহীত

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির পর আসছে টি-১০। নতুন ক্রিকেট ফরমেট প্রবর্তন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, বীরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারা ও ইয়ন মরগানের মতো তারকারা এ টুর্নামেন্টে অংশ নেবেন।

শারজাতে আগামী ডিসেম্বরে বহুল প্রতিক্ষীত টি-টেন লিগের পর্দা উঠবে। ১৪-১৭ ডিসেম্বর চারদিন ব্যাপী এ জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অল্প কয়েক দিনের মধ্যে ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হবে ছয়টি টিম।

ছয় দলের যেকোনো একটির মালিকানা নিতে পারেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক-এমন গুঞ্জন উঠেছে। তকে, বোর্ডের প্রধান নির্বাচক থাকাকালীন কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলের মালিক হতে পারবেন না ইনজি-এমন সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তবে মালিকানা নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্বয়ং ইনজামাম। তিনি জানিয়েছেন, ‘মালিকানা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এসব মিডিয়ার সৃষ্টি। বোর্ডের পলিসির বিপরীতে যায় এমন কোনো কাজ করতে চাই না। ’

টি-টেনের আকর্ষণ ও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো হবে বলে মনে করা হচ্ছে। ফুটবলের মতো ৯০ মিনিটেই শেষ হবে খেলা। তাই ক্রিকেটার ও দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ কাজ করবে। ২০০৩ সালে ইংল্যান্ডে প্রথম টি-২০ ক্রিকেট শুরু হয়েছিল। দু’বছর পরই অকল্যান্ডে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে নিজের মালিকানায় কোনো দল না থাকলেও ভাই ইনতিজার-উল-হক একটি ফ্র্যাঞ্জাইজির মালিক হিসেবে থাকবেন বলে জানিয়েছেন ইনজামাম। তবে, মালিক হিসেবে না থাকতে পিসিবি থাকে সতর্ক করলেও মেন্টর হিসেবে থাকতে সমস্যা নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যানের।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফরমেটের জনপ্রিয়তা ব্যাপক। ঘরোয়া পর্যায়ে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ। ভারতে আইপিএল, বাংলাদেশে বিপিএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ তার মধ্যে অন্যতম। এরপর শিগগিরই হয়তো আন্তর্জাতিক টি-টেন ম্যাচও দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।