ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

৯ হাজার রানের কীর্তির সামনে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
৯ হাজার রানের কীর্তির সামনে কোহলি ছবি:সংগৃহীত

নিজেকে দিন দিন পাহাড়সম উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার তার সামনে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৩ রান করতে পারলেই এই কীর্তিতে পৌঁছাবেন তারকা এ ব্যাটসম্যান।

২৮ বছরের কোহলি এখন পর্যন্ত ২০১টি ওয়ানডেতে ৮ হাজার ৯১৭ রান করেছেন।

যেখানে ১৯৩টি ইনিংসে ব্যাট করার সুযোগ হয়েছে তার। তিনি ষষ্ঠ ভারতীয় হিসেবে এই রেকর্ডটি গড়বেন। তার আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিন এই কীর্তি গড়েন। আর বিশ্বব্যাপী ১৯জন ক্রিকেটার এখন পর্যন্ত ৯ হাজার রান করেছেন।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের দু’শতম ওয়ানডে খেলেন কোহলি। এ ম্যাচের মাধ্যমে আবার তিনি ছাড়িয়ে যান পূর্বের সকল কিংবদন্তিদের। দু’শতম ম্যাচে এতো রান ও এতো সেঞ্চুরি (৩১) করতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যান। এমনকি ব্যাটিং ঈশ্বর শচীনও এমন রেকর্ড গড়তে পারেননি।  

আগামী ২৯ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কানপুরে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বর্তমানে দু’দল ১-১ ব্যবধানে সমতায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।