ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

১১ মে টেস্ট অভিষেকে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
১১ মে টেস্ট অভিষেকে আয়ারল্যান্ড ছবি:সংগৃহীত

চলমান বছরের জুনে আইসিসির সভায় টেস্ট খেলার স্বীকৃতি দেওয়া হয়েছিলো আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে। স্বীকৃতি পাওয়ার পর প্রথম টেস্ট খেলার জন্য এক বছরের মাথায়ই সুযোগ পেয়ে যাচ্ছে আইরিশরা।

২০১৮ সালে ক্রিকেট বিশ্বে ইতিহাসের সক্ষী হতে চলেছে আইরিশ ক্রিকেট। আগামী বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড।

এবার সেই টেস্টের দিনও নির্ধারিত করে ফেললো দুই দেশ। আগামী বছর মে মাসের ১১ তারিখ শুরু হবে বহুল কাঙ্খিত টেস্টটি।

এর আগে পাকিস্তানকে প্রথম প্রতিপক্ষ হিসাবে পেতে আইসিসির কাছে আবেদন করেছিল আয়ারল্যান্ড। ১২ অক্টোবর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আইসিসির সভায় সেই আবেদন গৃহীতও হয়। টেস্ট খেলার পাশাপাশি দেশে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে এবং পরিকাঠামগত উন্নতির জন্য নতুন কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

এ বিষয় আইরিশ ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওয়ার্থ বলেন, ‘খুব দ্রুত টেস্ট খেলুড়ে দেশগুলির প্রথম সারিতে উঠে আসার জন্য নতুন কমিটি গঠন করা হবে। এই কমিটি ক্রিকেটারদের পরফরম্যান্সের আরও উন্নতির দিকে লক্ষ্য রাখবে। ’

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।