ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সিক্স-এ-সাইড থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সিক্স-এ-সাইড থেকে বাংলাদেশের বিদায় ছবি: সংগৃহীত

হংকং ওয়ার্ল্ড সিক্সেস থেকে বাদ পড়েছে বাংলাদেশ। গতকাল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাকে হারানো টাইগাররা রোববার (২৯ অক্টোবর) সেমির টিকিট কাটতে আবারো অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল। তবে, অজিদের বিপক্ষে বাংলাদেশ ৪ উইকেটে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

দ্বিতীয় প্লেট সেমি ফাইনালে বাংলাদেশ হেরেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এই ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের পরাজয়টিও ৪ উইকেটের।

অজিদের বিপক্ষে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তোলে ৮৪ রান। জবাবে, ৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় ১ উইকেট হারানো অস্ট্রেলিয়া। বাংলাদেশের দলপতি সাইফ হাসান ৮ আর আফিফ হোসেন ১৪ রানে বিদায় নেন। মাত্র ৮ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৩০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া, কাজী অনিক ০, রবিউল হক ৪ আর মনিরুল ইসলাম ১ রান করেন।

জবাবে, অজি দলপতি জস হ্যাস্টিংস ০ রানে বিদায় নিলেও আর কোনো উইকেট হারাতে হয়নি অস্ট্রেলিয়াকে। ১৩ বলে ৩১ রান করে অফরাজিত থাকেন রিয়ারডন। ৮ বলে ৩১ রান করে অবসরে যান শর্ট। আর ৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন গ্রেগরি।

এদিকে, মেরিলেবোনের বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ২ উইকেটে ৭৩ রান। ৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে মেরিলেবোন। বাংলাদেশের দলপতি সাইফ ৪ রানে বিদায় নিলেও আরেক ওপেনার আফিফ ১৩ বলে চারটি চার আর দুটি ছক্কায় ৩১ রান করে স্বেচ্ছায় অবসরে যান। মাহিদুল ৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। মাঝে কাজি অনিক ০ রানে বিদায় নিলেও ১০ রানে অপরাজিত থাকেন রবিউল।

মেরিলেবোনের ওপেনার ক্লার্ক ২৩ রানে সাজঘরে ফিরলেও ২১ রানে অপরাজিত থাকেন স্টিভেন্স এবং ২৭ রানে অপরাজিত থাকেন সামিত প্যাটেল। দু’জনই ৬টি করে বল মোকাবেলা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।