ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে কঠোর নিরাপত্তায় লঙ্কান দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
পাকিস্তানে কঠোর নিরাপত্তায় লঙ্কান দল ছবি:সংগৃহীত

দীর্ঘ আট বছর পর পাকিস্তান সফরে গেল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। যেখানে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। যদিও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০’র সিরিজের অংশ হিসেবে শেষ ম্যাচ খেলবে দু’দল।

লঙ্কান দল পাকিস্তানে পৌঁছানোর পর তাদের ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেননা এই দেশটিই ২০০৯ সালে সিরিজ চলাকালীন সন্ত্রাসীদের বড় ধরনের হামলার শিকার হয়েছিলো।

যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন কয়েকজন ক্রিকেটার।  

এরপর থেকেই পাকিস্তানে বড় কোনো টেস্ট খেলুড়ে দেশ সফর করেনি। সর্বশেষ দেশটি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় খোদ আইসিসি পাকিস্তানে ক্রিকেট ফেরাতে ইচ্ছুক হয়। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ইন্ডিপেন্ডেনস কাপ। যেখানে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ খেলে পাকিস্তান।

সেই সিরিজের আগেই শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানায় পাকিস্তান। যদিও দেশটির বেশিরভাগ ক্রিকেটারই এ সফরে প্রথমে মত দেয়নি। কিন্তু পরবর্তীতে বোর্ডের তত্ত্বাবধায়নে একমাত্র টি-২০ খেলতে রাজি হয় তারা।

এ ম্যাচটি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করে দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়া দেশটির সমর্থকরাও অধীর আগ্রহে খেলা দেখার অপেক্ষায় রয়েছে। যদিও তিন ম্যাচের টি-২০ সিরিজ পাকিস্তান ইতোমধ্যে ২-০তে জিতে নিয়েছে।

আজ (২৯ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।