ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ পুনরুদ্ধারে অস্ট্রেলিয়ায় ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
অ্যাশেজ পুনরুদ্ধারে অস্ট্রেলিয়ায় ইংলিশরা ছবি:সংগৃহীত

ক্রিকেট বিশ্বের সবচেয়ে পুরোনো দ্বৈরথ অ্যাশেজ সিরিজ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবার আয়োজন করবে অজিরা। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার পার্থে ১৬ সদেস্যের দল নিয়ে পৌঁছেছে ইংল্যান্ড।

অ্যাশেজের বর্তমান ট্রফি ইংল্যান্ডের কাছে। সর্বশেষ ঘরের মাঠে অজিদের হারিয়ে শিরোপা জিতেছিলো দলটি।

অ্যাশেজ পুনরুদ্ধারে নামলেও এবারে ইংল্যান্ডকে কিছুটা ব্যাকফুটে থেকেই খেলতে হবে। কেননা দলে নেই বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন বেন স্টোকস। গত মাসে নাইট ক্লাবের বাইরে মারামারির ঘটনায় দল থেকে ছিটকে যান তিনি।

অ্যাশেজের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আজ থেকেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। আর আগামী ৮ নভেম্বর থেকে চারদিনের একটি ম্যাচ খেলবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। সর্বশেষ আরেকটি চারদিনের ম্যাচে ১৫ নভেম্বর থেকে টাউনসভিলের বিপক্ষে লড়বে ইংলিশরা।

২৩ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।