ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির ৩২তম সেঞ্চুরি, সামনে শুধুই শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
কোহলির ৩২তম সেঞ্চুরি, সামনে শুধুই শচীন ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরমেটে সেঞ্চুরির তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিংকে টপকে গেছেন আগেই। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে রোববার (২৯ অক্টোবর) ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন।

গত ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে পন্টিংকে টপকে যান কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচে সেঞ্চুরি করেন তিনি।

১২১ রান করে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরির দেখা পান সেদিন।

আজ সিরিজের তৃতীয় ম্যাচে তিন নম্বরে ব্যাট হাতে নেমে কোহলি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেন। তাতে তার ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা গিয়ে দাঁড়োলো ৩২-এ। ৯৬ বলে আটটি চার আর একটি ছক্কায় তিনি সেঞ্চুরি পূর্ণ করেন।

কোহলির আগে এখন শুধুই ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি নিয়ে তালিকায় এক নম্বরে লিটল মাস্টার। ৩০টি সেঞ্চুরি নিয়ে তিনে পন্টিং।

শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট সনাথ জয়সুরিয়া ২৮ সেঞ্চুরি নিয়ে তালিকায় চার নম্বরে। আর ২৬ সেঞ্চুরি নিয়ে তালিকায় পাঁচে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২৫টি সেঞ্চুরি নিয়ে ছয়ে এবিডি ভিলিয়ার্স ও সাতে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।