ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরতে মুখিয়ে আছেন মোসাদ্দেক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
মাঠে ফিরতে মুখিয়ে আছেন মোসাদ্দেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাম চোখে ভাইরাল ইনফেকশনের জন্য প্রায় চারমাস প্রিয় ক্রিকেট থেকে বাইরে থাকায় টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের অবস্থা হয়ে উঠেছিল পানিবিহীন মাছের মতোই। কিছুতেই যেন তার স্বস্তি ছিলো না।

টানা সাড়ে তিনমাস দেশে ও দেশের বাইরে চিকিৎসা শেষে গত সপ্তাহে চিকিৎসক যখন তাকে খেলার ছাড়পত্র দিলেন তখন থেকেই স্বস্তিতে এই ঢাকা ডায়নামাইট ক্রিকেটার। এখন তিনি মুখিয়ে আছেন মাঠে ফিরতে।

রোববার (২৯ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে ঢাকা ডায়নামাইটসের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে একথা বলেন মোসাদ্দেক, ‘প্রতিটি খেলোয়াড়ের জন্য কষ্টের একটা সময় যায়। আমার সময়গুলো অনেক কষ্টের ছিল। কত তাড়াতাড়ি ফিরব, কবে দলে যোগ দেব, কোন টুর্নামেন্ট দিয়ে ফিরব-এই তাড়াটা খুব অনুভব করেছি। এটা আমার একটা বড় সুযোগ খুব দ্রুত ফেরার সুযোগ পেয়েছি। ’

এসময় বিগত আসরগুলোর ধারাবাহিকতায় বিপিএলের এবারের আসরেও ভালো পারফর্ম করার প্রত্যয় ব্যক্ত করেন মোসাদ্দেক। তবে এর আগে তার মূল চ্যালেঞ্জ হিসেবে থাকছে ছন্দে ফেরা। যেহেতু তিনি মোটামুটি লম্বা একটি সময় মাঠের বাইরে ছিলেন।

তিনি জানান, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই মাঠের বাইরে। আমার মূল চ্যালেঞ্জ ছন্দ ফিরে পাওয়া। যে ফর্মে থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। গত বিপিএলে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। ’

বিপিএলের গেল আসরের চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটসকে এবারের আসরেও শিরোপা প্রত্যাশী বলে মনে করছেন মোসাদ্দেক। তবে শুধু মুখে বলেই তিনি ক্ষান্ত থাকতে চাইছেন না। প্রমাণটা দিতে চাইছেন মাঠের পারফরম্যান্স দিয়ে।

মোসাদ্দেক যোগ করেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল হয়েছে। মুখ দিয়ে বললেই চ্যাম্পিয়ন হওয়া যাবে না। মাঠে সেটা প্রমাণ করতে হবে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়েরা যদি এক সঙ্গে সাপোর্ট দিতে পারে তবে এবারও আমরা চ্যাম্পিয়ন হতে পারব। ’

গেল আগস্টে বাম চোখের ভাইরাল ইনফেকশনের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা পেয়েও মুমিনুল হকের কাছে তা হারাতে হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। একই জটিলতায় খেলা হয়নি দ. আফ্রিকা সিরিজটিও। তার বিপিএলে অংশগ্রহণ নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন বিসিবির চিকিৎসকরা। কিন্তু সেই বাধা বিপত্তি জয় করে বিপিএল দিয়েই মাঠে ফিরছেন মোসাদ্দেক।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।