ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বাংলাদেশের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টস জিতে বাংলাদেশের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হচ্ছে বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

এর আগে বাংলাদেশ মুশফিকুর রহিমের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পায়। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা।

সাকিব আল হাসানের নেতৃত্বে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে ২০ রানের ব্যবধানে।

ফলে, সিরিজের শেষ ম্যাচে অন্তত একটি ম্যাচে হলেও জয় চায় বাংলাদেশ। লাল-সবুজের দলটি জয় নিয়ে দেশে ফিরতে পারবে কি না তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস এবং রুবেল হোসেন।
দ. আফ্রিকা: হাশিম আমলা, ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, আন্দিল ফেহলুকাওয়ো, অ্যারন ফ্যাঙ্গিসো, রবার্ট ফ্রাইলিঙ্ক, বুরান হেনড্রিকস, ম্যাঙ্গালিসো মইসে এবং ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।