ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শূন্যে ‘জীবন’ পেয়ে মিলারের তাণ্ডব, সাকিবদের টার্গেট ২২৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
শূন্যে ‘জীবন’ পেয়ে মিলারের তাণ্ডব, সাকিবদের টার্গেট ২২৫ ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হচ্ছে বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। আগে ব্যাট করা স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২২৪ রান।

শূন্য রানে রুবেলের বলে মুশফিকের কাছ থেকে জীবন ফিরে পাওয়া ডেভিড মিলার ৩৬ বলে ৭টি চার আর ৯টি ছক্কায় করেন অপরাজিত ১০১ রান। সাইফুদ্দিনের করা ১৯তম ওভারের প্রথম ৫ বলেই ৫টি ছক্কা হাঁকান মিলার।

শেষ বলে সিঙ্গেল নেন তিনি। শেষ ওভারে সেঞ্চুরি করেন ৩৫ বলে। যা টি-টোয়েন্টির আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম। এর আগে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। ৪৬ বলে করেছিলেন ডু প্লেসিস। ফারহান বেহারদিয়েন ৬ রানে অপরাজিত থাকেন।

স্বাগতিকদের ওপেনিংয়ে নামেন হাশিম আমলা এবং ম্যাঙ্গালিসো মোসেলে। এই ম্যাচে নেই কুইন্টন ডি কক। তৃতীয় ওভারের তৃতীয় বলে সাকিব বোল্ড করেন মোসেলেকে। বিদায়ের আগে ৫ বলে মাত্র ৫ রান করেন তিনি। দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে সাকিব বোল্ড করেন প্রোটিয়া দলপতি জেপি ডুমিনিকে। বিদায় নেওয়ার আগে তিনি করেন ৮ বলে ৪ রান। দলীয় ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

টানা ৪ ওভারের স্পেলে সাকিব ২২ রান খরচ করে প্রথম দুটি উইকেট তুলে নেন। ইনিংসের দশম ওভারে প্রথম আক্রমণে আসেন সাইফুদ্দিন। নিজের পঞ্চম বলেই ফিরিয়ে দেন মারকুটে ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সকে। ইমরুল কায়েসের হাতে ধরা পড়ার আগে তিনি করেন ১৫ বলে একটি করে চার ও ছয়ে ২০ রান। দলীয় ৭৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ৪ ওভারে মিরাজ ৪৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি। সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকতে আউট হন আমলা (৮৫)। সাইফুদ্দিনের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়ে বিদায়ের আগে ৫১ বলে ১১টি চার আর একটি ছক্কা হাঁকান তিনি। দলীয় ১৫৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় দ. আফ্রিকা।

সাইফুদ্দিন ৪ ওভারে ৫৩ রান খরচায় নেন দুটি উইকেট। তাসকিনের ৩ ওভারে খরচ হয় ৪১ রান। রুবেল ৪ ওভারে ৫১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। মাহমুদুল্লাহ ১ ওভারে খরচ করেন ১০ রান।

এর আগে বাংলাদেশ মুশফিকুর রহিমের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পায়। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে ২০ রানের ব্যবধানে।

বাংলাদেশ একাদশে আগের ম্যাচ থেকে পরিবর্তন একটি। পেসার শফিউল ইসলামের জায়গায় একাদশে আসেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন আসে দুটি। ডেন প্যাটারসনের বদলে একাদশে আসেন ডোয়াইন প্রিটোরিয়াস। বিশ্রাম পাওয়া কুইন্টন ডি ককের বদলে সুযোগ পান উইকেটরক্ষক ওপেনার ব্যাটসম্যান ম্যাঙ্গালিসো মোসেলে।

বাংলাদেশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস এবং রুবেল হোসেন।

দ. আফ্রিকা: হাশিম আমলা, ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, আন্দিল ফেহলুকাওয়ো, অ্যারন ফ্যাঙ্গিসো, রবার্ট ফ্রাইলিঙ্ক, বুরান হেনড্রিকস, ম্যাঙ্গালিসো মইসে এবং ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।